পর্ব ৩
ডিমেট্রডনের হাত থেকে বাঁচতে দৌড় দিল জেন, মাইক আর টগ। এসে পৌঁছল এক বালিহীন সমুদ্রতটে! সেখানে থাকা এক ডুবোজাহাজের সাহায্যে পাহাড়ের দিকে রওনা দিল জেন ও তার সঙ্গীরা! কিন্তু মাঝসমুদ্রে এক বিশাল অক্টোপাসের মত জন্তু আক্রমণ করল তাদের। টেনে নিয়ে গেল জেনকে সমুদ্রের গভীরে! কি হবে এবার? কিভাবে বাঁচবে জেন? তার দম ফুরিয়ে আসছে যে! চোখের সামনে মানুষের মত মাছগুলি কি? সে কি মরার আগে ভুল দেখছে? কি হচ্ছে এসব তার চারপাশে? এইসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে বনকন্যার তৃতীয় পর্বে।
3rd June, 2023 8:08 AM
Comments
No Comments!